আস্সালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ
পরিবেশ সুন্দর ও সাভাবিক রাখা আমাদের সকলেইর দায়িত্ব কর্তব্য কেননা পরিবেশ দূষণ হলে আমাদের বিভিন্ন রোগ ব্যধি ও জীবন জাপন করতে সমস্যার সমূখিন হতে হয়।
তাই আমরা যাতে এই রকম সমস্যা না পরে তে হয় তার জন্য পরিবেশ সুন্দর রাখার জন্য। সবাই এগিয়ে আসতে হবে। মনে রাখাবেন একটি সমাজে বিভিন্ন রকম লোক বাস করে কেউ সচেতন কেউ
সচেতন না তাই যারা সচেতন নয় আমরা তাদের কে সচেতন করার চেষ্টা করবো। তাতে আমাদের সমাজ সুন্দর সূশীল হয়ে উঠবে। পরিবেশ বাচনানো জন্য আমরা সর্ব প্রথম গাছ লাগাতে হবে। গাছে লাগালে আমাদের পরিবেশ আরো সুন্দর হয়ে উঠবে।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু
বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায় পরিবেশগত ইস্যু সম্পর্কে বিভিন্ন সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। যাতে আমরা সাধারণ জ্ঞান প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তার জন্য। আজক আমি বাচাই করে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিচ আলোচনা করবো-
১. বিশ্ব পরিবেশ দিবস কোনটি? [৩০তম বিসিএস; প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -'১২; ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা -১৮]
ক. ৫ মে খ. ১৫ মে গ. ৫ জুন ঘ. ১৫ জুন উ. গ
২. বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত? [সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৭]
ক. ০.০১ শতাংশ খ. ০.০২ শতাংশ গ. ০.০৩ শতাংশ ঘ. ০.০৩ শতাংশ উ. গ
৩. বায়ুদূষণের জন্য প্রধানত দায়ি কী? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ০৬/নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা/থানা নির্বাচন অফিসার: ০৮]
ক. সালফার ডাই-অক্সাইড খ. ক্লোরোফ্লোরো কার্বন
গ. কার্বন মনোক্সাইড ঘ. দূষিত পানি উ. গ
৪. দুই স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন চার স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ুদূষণ হয়/ [বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক: ২০০৬]
ক. কম খ. বেশি গ. সমান ঘ. কোনোটিই নয় উ. খ
৫. বিশ্বের সর্বাধিক দূষিত নদী হলো- [প্রাথমিক সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা): ১০]
ক.Amazan খ.Padma গ. Sitaram ঘ. Ganga উ. গ
৬. পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় যে দূষণের মাধ্যমে? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার: ২০০৬]
ক. পানিদূষণ খ. পরিবেশ দূষণ গ. বায়ু দূষণ ঘ. শব্দ দূষণ উ. ক
৭. বাংলাদেশে সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা কোনটি? [নির্বাচন কমিশন সচিবালয়ের জেলা নির্বাচন অফিসার ও সহকারী সচিব: ২০০৪]
ক. চাঁদপুর খ. কুষ্টিয়া গ. ঝিনাইদহ ঘ. সাতক্ষীরা উ. ক
৮. আর্সেনিক দূরীকরণে সনোফিল্টার উদ্ভাবক-[পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী-১৪]
ক. মোস্তফা জব্বার খ. অধ্যাপক আবদুস সালাম
গ. অধ্যাপক আবুল হুসসাম ঘ. অধ্যাপক আবদুল গণি উ. গ
৯. বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২]
ক. গাছপালা কমে যাওয়া খ. ভূপৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
গ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি ঘ. ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি উ. ক
১০. গ্রিণ হাউস ইফেক্ট বলতে কী বোঝায়? [১২তম বিসিএস; প্রাথমিক বিদ্যালয়ের সহ. শিক্ষক (ঢাকা বিভাগ): ১৭]
ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন উ. খ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ প্রশ্ন ও উত্তর
১১. গ্রিণ হাউস ইফেক্টের জন্য দায়ী-[জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টের এপ্রেইজার: প্রিভেন্টিভ অফিসার: গোয়েন্দা কর্মকর্তা: ১৭]
ক. অনাবৃষ্টি খ. সবুজ গাছপালা
গ. অতিরিক্ত বনজঙ্গল ঘ. বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইড উ. ঘ
১২. মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৫]
ক. জিম্বাবুয়ে খ. ব্রাজিল গ. আমেরিকা ঘ. কানাডা উ.গ
১৩. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক (সাধারণ): ০৯]
ক. এশিয়া খ. আফ্রিকা গ. আমেরিকা ঘ. ইউরোপ উ.খ
১৪. কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? [রাবি (এ ইউনিট): ১৯-২০]
ক. সুন্দরবন খ. ডেইনট্রি রেইন ফরেস্ট
গ. আমাজন ঘ. মিয়োম্ব উ.গ
নিত্য নতুন তথ্য পেতে আমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন
১৫. রুটির ঝুড়ি বলা হয়-[জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা: ১৫]
ক. ভ্যাংকুভারের অঞ্চলকে খ. সাইবেরিয়া
গ. প্রেইরি অঞ্চলকে ঘ. কোনোটিই নয় উ.গ
১৬. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? [৩৮তম বিসিএস/ঢাবি (ঘ ইউনিট): ২১]
ক. সাভানা খ. তুন্দ্রা গ. প্রেইরি ঘ. সাহেল উ.ঘ
১৭. ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত? [৪১তম বিসিএস]
ক. স্ট্রাটোমন্ডল খ. ট্রপোমন্ডল গ. মেসোমন্ডল ঘ. তাপমন্ডল উ.ক
১৮.পৃথিবীর ‘প্রাকৃতিক সৌরপর্দা’ হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক নিয়োগ-২০(৩য় পর্যায়)]
ক. ট্রপোস্ফিয়ার খ. ওজনোস্ফিয়ার গ. স্ট্র্যাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার উ.খ
১৯. বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চট্টগ্রাম): ০৮]
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. ওজোন ঘ. হিলিয়াম উ.গ
২০.সি.এফ.সি বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষতি করেছে? [সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেব অফিসার: ০৬]
ক. আয়নোস্ফিয়ার খ. স্ট্যাটোস্ফিয়ার গ. থার্মোস্ফিয়ার ঘ. মেসোস্ফিয়ার উ.গ
২১. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্রে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-[পরিকল্পনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ০৬]
ক. জিওফ্রন্ট খ. ফ্রেয়ন গ. অক্সিজেন ঘ. নিয়ন উ.খ
আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ও সংগঠন থেকে বিগত বছরের প্রশ্ন
২২. ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র সহকারী পরিচালক: ১৯]
ক. কিয়োটো প্রটোকল খ. ভিয়েনা কনভেনশন
গ. বাসেল কনভেনশন ঘ. কার্টাগেনা প্রটোকল
২৩. ‘মন্ট্রিল প্রটোকল’ যার সঙ্গে সম্পর্কিত? [ঢাবি (খ ইউনিট): ১৮-১৯] উ.খ
ক. ভূমিক্ষয় খ. সাদা বাঘ গ. পানি দূষণ ঘ. ক্লোরোফ্লুরোকার্বন উ.ঘ
২৪. গ্রিনহাউজ এফক্ট বলতে কি বোঝায়? [১২তম বিসিএস/রাবি (সি ইউনিট): ১৯-২০]
ক. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
খ. সূর্যালোকের অভাবে সালেকসংশ্লেষণে ঘাটতি
গ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন
ঘ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা উ.ক
২৫. নিম্নে কোনটি গ্রিনহাইজ গ্যাস নয়? [৩৭তম বিসিএস]
ক. নাইট্রাস অক্সাইড খ. কার্বন ডাই অক্সাইড
গ. অক্সিজেন ঘ. মিথেন উ.গ
২৬. বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি প্রধান কারণ কী? [প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (কর্ণফুলী): ১২]
ক. গাছপালা কমে যাওয়া খ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
গ. ব্রাপক হারে জনসংখ্যা বৃদ্ধি ঘ. ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন উ.ক
২৭. গ্রিনহাউজ প্রভাব (এৎববহযড়ঁংব ঊভভবপঃ) এর পরিনতি কী? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী
পরিচালক: ০৬]
ক. তাপমাত্রা বৃদ্ধি খ. পানির তাপমাত্রা হ্রাস পাওয়া
গ. সবুজ গাছের বনায়ন ঘ. মরুকরণ উ.ক
২৮. বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী-[শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপসহকারী প্রকৌশলী (ড্রাফটম্যান): ২২]
ক. মিথেন খ. কার্বন-ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হিলিয়াম উ.খ
২৯. গ্রিনহাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে [২২তম বিসিএস]
ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
গ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে ঘ. নদ-নদীর পানি কমে যেতে পারে উ.ক
৩০. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? [৩৫তম বিসিএস/স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল): ১৬]
ক. ফিজি খ. পাপুয়া নিউগিনি গ. গোয়াম ঘ. মালদ্বীপ উ.ঘ
৩১. বিশ^ পানি দিবস (World Water Day) কোনটি? [NSI’র জুনিয়র ফিল্ড অফিসার: ২১]
ক. ২০ ফেব্রুয়ারি খ. ২০ আগস্ট গ. ২২ মার্চ ঘ. ২১ এপ্রিল উ.গ
৩২. বিশ্বে প্রাণী দিবস হচ্ছে-[৩৫তম বিসিএস]
ক. ৪ অক্টোবর খ. ২৯ জুন গ. ২৩ অক্টোবর ঘ. ১১ ফেব্রেুয়ারি উ.ক
৩৩. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃতি? [৩৮তম বিসিএস/ডাক অধিদপ্তরের হিসাব সহকারী: ২২]
ক. রামসাগর খ. বগা লেইক গ. টাঙ্গুয়ার হাওর ঘ. কাপ্তাই হ্রদ উ.গ
৩৪. পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? [শিক্ষা মন্ত্রণালয়ের স্টিমিটার: ২২]
ক. UNICEF খ. UNEP গ. UNDP ঘ. UNSESCO উ. খ
৩৫. জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশে^র সর্বোচ্চ সংস্থা কোনটি? [অষ্টম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১২]
ক. IUCN খ. IPCC গ. UNOCC ঘ. SANDEE উ.খ
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
৩৬. ধরিত্রী সম্মেলন (Earth Summit) কোথায় অনুষ্ঠিত হয়? [৩৭তম বিসিএস]
ক. ইতালি রোম খ. আফ্রিকার জোহানেসবার্গে
গ. ব্রাজিলের রিওডিজেনিরোতে ঘ. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উ. গ
৩৭. কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? [NIS এর সহকারী পরিচালক: ১৫]
ক. বার্লিন সম্মেলন খ. কানকুন গ. কোপেন হেগেন ঘ. ডারবান সম্মেলন উ. গ
৩৮. COP 26-এ COP মানে কী? [৪৪তম বিসিএস]
ক. কনফারেন্স অব প্যারিস খ. কনফারেন্স অব দ্য পার্টিস
গ. কনফারেন্স অব দ্য পাওয়ার ঘ. কনফারেন্স অব দ্য প্রটোকল উ. খ
৩৯. কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৫]
ক. জনসংখ্যা হ্রাস খ. দারিদ্র হ্রাস গ. নিরস্ত্রীকরণ ঘ. বিশ্বউষ্ণতা হ্রাস উ.ঘ
৪০.কার্টাগেনা প্রটোকল হচ্ছে-[৩৫তম বিসিএস/২৫তম বিসিএস/মহা হিসাব-নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) এর অডিটর: ২২]
ক. জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
খ. জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
গ. জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
ঘ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি উ. ঘ
৪১. কার্টাগোন প্রটোকল কোন সালে সাক্ষরিত হয়? [৪২তম বিসিএস বিশেষ)]
ক. ২০০০ খ. ২০০১ গ. ২০০৩ ঘ. ২০০৫
৪২. V-20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? [৪০তম বিসিএস] উ. ক
ক. কৃষি উন্নয়ন খ. দ্রারিদ্র্য বিমোচন গ. জলবায়ু পরিবর্তন ঘ. বিনিয়োগ সম্পর্কিত
৪৩. গ্রিনপিস (Greenpeace) কী? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা: ১৫]
ক. জাতীয়তাবাদী সংগঠন খ. রাজনৈতিক সংগঠন উ. গ
গ. মানতাবাদী সংগঠন ঘ. পরিবেশবাদী সংগঠন
পরিশেষে: প্রিয় পাঠক বিন্দু mitipsbd.com আপনাদেরকে নিত্য নতুন তথ্য ও ভালো কিছু শিখানোর জন্য চেষ্টা করে। আশা কির উপরে উল্লেখিত আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো যে নিভূল সমাধান দেওয়া হয়েছে।
তাদের আপনাদের যে কোন ভর্তি ও চাকরির পরীক্ষা অংশগ্রহণ করতে সমস্যা হবে না। এর মধ্যে যদি কোন প্রকার ভূলত্রুটি হয়ে থাকে তাহেল আমাদের কে কমেন্টের মাধ্যমে জানাবেন যতি দ্রুত সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ….
Google Search Top Ranking Keyword:
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৩
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০২৩
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০২৪
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ২০২৪
সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪
সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ
সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৪
২য় শ্রেণির সাধারণ জ্ঞান প্রশ্ন
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৪
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৪
সাধারণ জ্ঞান প্রশ্ন বাংলাদেশ
সাধারণ জ্ঞান 2024
আন্তর্জাক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান ২০২৪
সাধারণ জ্ঞান কুইজ ২০২৩
সাধারণ জ্ঞান ২০২৩