NTRCA ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি ২০২৩-18th NTRCA Job Circular 2023

দির্ঘদিন ‍অপেক্ষার পর এবার NTRCA-১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি প্রকাশ হলো। আবেদন শুরু 0৯ নভেম্বর ২০২৩ইং থেকে।

 আস্সালামু আলাইকুম 

MI_TIPS_BD.COM আপনাকে স্বাগতম, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আলোচনার বিষয় ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে।

আমার অনেক চিন্তার মধ্যে ছিলাম ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে। অবশেষে আমাদের সকল চিন্তার অবসান গঠিয়ে NTRC অফিসিয়াল ওয়েব সাইটে (ntrca.gov.bd)

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নিচে ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি এবং আবেদন করার নিয়ম আলোচনা করা হলো।

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি 

আমরা জানি বেসরকারি স্কুল ও কলেজের জন্য যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRC) নিয়মিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা করে থাকে।

এই পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়সমূহ হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা,

খ্রিস্টান ধর্ম শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা ও খেলাধুলা। আপনার যোগ্যতা অনুযায়ী উপরের যে কোন বিষয়ের  পরীক্ষায় অংশগ্রণ করতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন আবেদন করতে হলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন হতে হবে:

→ বাংলাদেশের নাগরিক হতে হবে।

→ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

→ নির্দিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

→ আপনি যদি উপরোক্ত যোগ্যতাসম্পন্ন হলে, আপনি বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারেন।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনে সময়সুচী ২০২৩

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRC) বেসর ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ নিচে-

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি

→ ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ সার্কুলার প্রকাশ -০২/১১/২০২৩

→ ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ আবেদন শুরুঃ-০৯ নভেম্বর ২০২৩ সকাল ৯টা থেকে।

→ ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ আবেদন শেষে- ৩০ নভেম্বর ২০২৩ সন্ধা ৬টা পর্যন্ত।

→ ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তিঃ- Download

→ ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি PDF: Download

→ NTRC Officially web site: Click Here

→ Application link: Click Here

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩

আমরা প্রায় ০৩ বছরে ধরে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষায় আছি। তবে এবার NTRCA নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে নেওয়া হবে।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর অধীনে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩টি ধাপে অনুষ্ঠীত হবে

→ প্রথম ধাপঃ প্রিলিমিনারি টেস্ট

→ দ্বিতীয় ধাপঃ পাশ কলে লিখিত পরীক্ষা

→ তৃতীয় ধাপঃ পাশ করলে মৌখিক পরীক্ষা।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম ২০২৩

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশগ্রণ করতে চাইলে নিচের নিয়মগুলো ফলো করুন।

১. শিক্ষক নিবন্ধন পরীক্ষার ওয়েবসাইট (ntrca.teletalk.com.bd) প্রবেশ করতে হবে।

২. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক আবেদনকারী সেই পথটি অবশ্যই সিলেক্ট করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

আরো পড়ুন:- জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৩. অনলাইনে আবেদন পত্রের  সাথে স্বাক্ষর এবং ছদ্ম তোলা রঙিন ছবি প্রদান করতে হবে।

৪. সমস্ত তথ্যগুলো সতর্কতার সাথে পূরণ করতে হবে, যাতে কোন ভুল না হয়। যদি কোন ভুল হয়ে থাকে তা পুনরায় সংশোধন করা যাবে না।

৫. ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে শিক্ষার্থী আবেদন করতে পারবে না, এবং যদি কোন ভুয়া তথ্য পাওয়া যায় তবে তার আবেদন পত্রটি বাতিল হবে।

৬. নির্ভুল ভাবে তথ্য প্রদান করার পর আবেদন পত্রটি জমা দিতে হবে।

৭. আবেদন পত্রটি অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে হবে।

৮. আগ্রহী প্রার্থীদের পদের নাম অনলাইনে আবেদন পত্রে থাকা অবশ্যই জরুরী।

নতুন আপডেট পেতে Google News Follow দিয়ে  সাথে থাকুন

Google News- Mi Tips BD

৯. শিক্ষার্থীর নাম, অভিভাবকের নাম, এসএস.সি ও এইচ.এস.সি বা যে সকল বিষয়গুলো রয়েছে, সঠিকভাবে পূরণ করতে হবে।

১০. শিক্ষার্থীকে মোবাইল নাম্বার অবশ্যেই প্রদান করতে হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রকাশিত নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তিরআবেদনের সময় নিম্নের বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে।

→ আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক হতে হবে।

→ আবেদনপত্রে দেওয়া ছবি অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি দিতে হবে এবং ছবির আকার (300 x 300) পিক্সেল হতে হবে।

→ আবেদনপত্রে প্রদত্ত স্বাক্ষর অবশ্যই সদ্য লেখা স্বাক্ষর হতে হবে এবং স্বাক্ষর আকার 300 x 80 পিক্সেল হতে হবে।

→ আবেদনপত্রে দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই সঠিক সক্রিয় হতে হবে।

→ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র পূরণের সময় যদি কোনও ভুল হয় তা হলে আবেদনপত্রটি বাতিল বলেগণ্য করা হবে। তাই আবেদনপত্র পূরণের সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন ফী জমা দেওয়ার নিয়ম ২০২৩

শিক্ষক নিবন্ধন আবেদনপত্র জমা দেওয়ার (৭২) ঘন্টার মধ্যে ২টি SMS এর মাধ্যমে নির্ধারিত ফি ৩৫০টাকা জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার পর, আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদনপত্রে USER ID থাকবে ঐই USER ID মাধ্যমে নির্ধারতি ফি জমা দতে হবে।

২. USER ID ব্যবহার করে আবেদনকারীরা টেলিটক সিম দিয়ে  মোবাইল ফোন থেকে ২টি এসএমএস মাধ্যমে জমা দিতে পারবেন।

SMS ফি জমা মাধ্যমে দেওয়ার নিয়মঃ

→ প্রথম SMS:- NTRCA<speace>User ID লিখে ‍Send করতে হবে 16222 নাম্বারে।

Example- NTRCA Q21451F

→ দ্বিতীয় SMS:- NTRCA<speace>YES<speace>PIN লিখে ‍Send করতে হবে 16222.

Example- NTRCA YES 124578142

ফি জমা দেওয়ার পর, আবেদনকারীকে একটি এসএমএস পাঠানো হবে sms বলা হবে আপনার ফি সফলভাবে প্রদান করা হয়েছে।

শিক্ষক নিবন্ধন PIN ভুলে গেলে পুনরুদ্ধর করার নিয়ম-

→ USER ID জানা থাকলেঃ NTRCA <space>Help <speace> User <speace>User ID এবং ‍send 16222

Example: NTRCA Help User Q21451F & ‍send 16222

শিক্ষক নিবন্ধন User ID ভুলে গেলে পুনরুদ্ধর করার নিয়ম-

→ PIN জানা থাকলেঃ NTRCA <space>Help <speace> 124578142এবং ‍send 16222

Example: NTRCA Help & 124578142 ‍send 16222

১৮তম শিক্ষক নিবন্ধন (MCQ) ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিচের প্রয়োজনী কাগজপত্র অবশই সাথে নিতে হবে।

→ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র

→ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি

→ স্নাতক(পাস/সম্মান) পর্যায়ের নম্বারপত্রের (মার্ক শীট) মূল কপি

→ কেবল সহকারী শিক্ষক পদসমূহের ক্ষেত্রে প্রাথী কর্তৃক Online আবেদনপত্রে উল্লেখিত Optional Subject-এর স্বপক্ষে প্রমাণ স্বরুপ স্নাতক(পাস/সম্মান) পর্যায়ের প্রবেশ পত্র/পত্রসমূহ এর মূল কপি

→ জাতীয় পরিচয়পত্রের মূল কপি।

→ কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য যে কোন সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন।

আরো পড়ুন:- ২০২৪ সালে সরকারি ছুটির তালিকা

উপরে উল্লেখিত সনদপত্রসমূহের মূলকপি প্রদর্শনে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল হবে।

১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ সার্কুলার ২০২৩ image

NTRCA প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগ সার্কুলার আপনাদের সুবির্ধাতে ইমেজ আকারে নিম্নে দেওয়া হলো-

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় পাঠক ১৮তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই ব্লগের মাধ্যমে আপনি ১৮তম শিক্ষক নিবন্ধন আবেদন, পরীক্ষা, পরীক্ষা ফি জমা দেওয়া সহ সকল বিষয় জানতে পরবেন।

শিক্ষামূলক, চাকরির খবর, ডিজিটাল মার্কেটি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে নিয়মিত আমাদের mitipsbd.com ওয়েব সাইটি ভিজিট করুন।

আরো পড়ুন:-

নতুন ভোটার আইডি কার্ড আবেদন পদ্ধতি

ভোটার আইডি কার্ড সংশোধন

ভোটার আইডির অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

ট্যাগ: ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, ১৮ তম শিক্ষক নিবন্ধন আবেদনের শেষ তারিখ, ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩ pdf, ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস,

১৮ তম শিক্ষক নিবন্ধন কবে হবে, ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা, ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, ১৮ তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২,

১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৩, ১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে,

প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ, ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ২০২২, নিবন্ধন পরীক্ষার সময়সূচি

#NTRCA #nibondon_teacher 

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.