বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?- সেগুন বাগিচায়
আসসালামু আলাইকুম, 

আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমরা আলোচনা করবো সাধারণ জ্ঞান // বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান // 

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়বালী // সাধারণ জ্ঞান সুপার সাজেশন // General Knowledge Language Movement  সম্পর্কে। ১৯৪৭-১৯৫২ সাল বাংলার মানুষের জন্য ছিল পাকিস্তানের নির্যাতীত নির্জম দিন। পাকিস্তান এই বর্বর নির্যাতন ও হামলা এবং নেয্য দাবি আদায়ের লক্ষ্যে স্বাধীনতার সূচনা হয়। 

ভাষা আন্দোলন

আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন-১৯৪৭ সারে পাকিস্তানের তদকালীন সরকার উর্দকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষনা করেন। উর্দকে রাষ্টীয় ভাষা করার বিপক্ষে ১৯৮৪ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান গনপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ উর্দ ও ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রহণ যোগ্য হয়।

ফলে ১৯৮৪ সলে ২৬শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালন করে। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ৪ই জানুয়ারি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনের ভুমিকা পালন করে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বালী

সাধারণ জ্ঞান- বাংলা ভাষা মাতৃভাষা করার জন্য ১৯৪৭ সালে থেকে যে আন্দোলন শুরু হয়েছিল থাকে ভাষা আন্দোলন বলে। বাংলার ত্রিশ লক্ষ্য শহীদের বিনীময় আমরা স্বাধীন দেশ বা রাষ্ট্র হিসাবে স্বীকৃত পাই। ভাষা আন্দোল সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অত্যান্ত প্রয়োজন। 

আমাদের কে ভাষা আন্দোল সম্পর্কে জানতে হবে। কেননা এই দেশ স্বাধীন  এমনেতে হয় না ত্রিশ লক্ষ শহীদ ও মা বোনের ইজ্জ্বতের বিনীময় একটি স্বাধীন রাষ্ট্র পাই। এই স্বাধীন বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।

সাজেশন সাধারণ জ্ঞান  

সাজেশন সাধারণ জ্ঞান- আমাদের সকল চাকরির প্রার্থীদের কে সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেননা সাধারণ জ্ঞান পরীক্ষার্থীর  জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । যে বিষয়কে অবহেলা কররে আমাদের জীবনের কোন উন্নতি হওয়ার সম্ভাব না নেই । যে কোন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান সম্পর্কে কম হলেও ২০/২৫ প্রশেনর উত্তর দিতে হয়।

বর্তমান বাংলাদেশে চাকরির প্রতিযোগিতা তুলনা মূলক ভাবে অনেক বেশি তাই সরকারি চাকরির বা অন্যান্য চাকরিতে ঠিকতে হলো আমাদের কে সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবেই। বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞানের এক সুপার সাজেশন মূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। 

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়বালী

বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান 

ত্রিশ লক্ষ্য শহীদ ও মা বোনের ইজ্জ্বতের বিনীময় আমার একটি স্বাধীন দেশ বা রাষ্ট্র পেয়েছি। ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ সাজেশন মূলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিম্নে আলোচনা করা হলো-

প্রশ্ন গুলোর উত্তর লাল রং দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে।

ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার কে উন্মেচন করেন?

ক. শহিদ শফিউর রহমানের বাবা         খ. শহিদ জব্বারের বাবা

গ. শহিদ বরকতের মা                            ঘ. শহিদ সালামের বাবা

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী?

ক. খোকা             খ. আবাই

গ. আবু                 ঘ. আবুল

‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার কে?

ক. আবদুল লতিফ         খ. আলতাফ মাহমুদ

গ. আজাদ রহমান          ঘ. বুলবল চৌধুরী

ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?

ক. কবর                                 খ. পায়ের আওয়াজ পাওয়া যায়

গ. জন্ডিস ও বিবিধ সেলুন     ঘ.  ওরা কদম আলী

বাংলাভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?

ক. অগ্নিসাক্ষী                     খ. চিলেকোঠায় সেপাই  

গ. আরেক ফাল্গুন                ঘ. অনেক সূর্যের আশা 

বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়-

ক. ১৯ ডিসেম্বর ১৯৭০             খ. ৩ ডিসেম্বর ১৯৫৫

গ. ২১ ফেব্রুয়ারি ১৯৭১             ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

বাংলা একাডেমির মূল ভবনের নাম-

ক. বর্ধমান হাউজ             খ. বাংলা ভবন 

গ. আহসান মঞ্জিল            ঘ. চামেলি হাউজ

একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?

ক. হাসান আজিজুল হক            খ. আহসান হাবীব

গ. আবুল হোসেন                        ঘ. হাসান হফিজুর রহমান

‘আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানিটির রচয়িতা -

ক. আলতাফ মাহমুদ                খ. আব্দুল রফিক চৌধুরী

গ. আব্দুল গাফ্ফার চৌধুরী        ঘ. আব্দুল লতিফ

নিত্য নতুন আপডেট পেতে Google News Follow করুন

Mi Tips Bd গুগল নিউজ

বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি

ক. অগ্নিসাক্ষী                খ. চিলেকোঠার সেপাই

গ. আরেক ফাল্গুন        ঘ. অনেক সূর্যের আশা

‘কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ গানটির রচয়িতা-

ক. মাহবুব উল আলম চৌধুরী                 খ. নির্মলেন্দু গুন

গ. আবু জাফর ওবায়দুল্লাহ                       ঘ. হাসান হাফিজুর রহমান

ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকটির রচিতা কে?

ক. জসীমউদ্দীন         খ. আহমদ ছফা

গ. শওকত ওসমান     ঘ. মুনীর চৌধুরী

‘বাংলা একাডেমি’ মূল ভবনের প্রাক্তন নাম-

ক. বর্ধমান হাউজ        খ. চামেলী হাউস

গ. মাহমুদুননবী            ঘ. খুরশীদ আলম

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক. সেগুন বাগিচায়             খ. জাতিসংঘ ভবনে

গ. মতিঝিল                         ঘ. বাংলা একাডেমি

১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-

ক. শেরে বাংলা  এ কে ফজলুল হক         খ. হোসেন শহিদ সোহরাওয়ার্দী

গ. নবাব স্যার সলিমুল্লাহ                             ঘ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?

ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন                        খ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দুরীকরণ

গ. বাংরাকে অন্যতম রাষ্ট্রভাষা করা        ঘ. বিনা ক্ষতিপূরণ জমিদারি স্বত্ত্বের উচ্ছেদ সাধন

১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-

ক. ধানের শীষ        খ. নৌকা

গ. লাঙ্গল                ঘ. বাইসাইকেল

আরো পড়ুন: সাধারণ জ্ঞান আধুনিক যুগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রীসভার সদ্য হন কত বচর বয়সে?

ক. ৩৪ বছর         খ. ৩৬ বছর    

গ. ৩৯ বছর            ঘ. ৩১ বছর

পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?

ক. ১৯৫৩ সালে             খ. ১৯৫৪ সালে

গ. ১৯৫৫ সালে               ঘ. ১৯৫৬ সালে

পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কত সালে অনুষ্ঠিত হয়?

ক. ১৯৫২ সালে             খ. ১৯৫৪ সালে

গ. ১৯৫৬ সালে              ঘ. ১৯৫৭ সালে

পূর্ব  বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

ক. ২৫০টি             খ. ২৭৫টি 

গ. ৩০০টি             ঘ. ৩০৯টি 

১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?

ক. ১০ দফা            খ. ১৬ দফা

গ. ২১ দফা            ঘ. ২৬ দফা

পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয়-

ক. ২৩ মার্চ, ১৯৫৬             খ. ২৩ মার্চ, ১৯৫৮

গ. ৭ অক্টোবর, ১৯৫৬        ঘ. ৭ অক্টোবর , ১৯৬৮

মারি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক. ১৯৫২         খ. ১৯৫৩

গ. ১৯৫৪         ঘ. ১৯৫৫

কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৫৭ সালে        খ. ১৯৫৮ সালে

গ. ১৯৫৯ সালে         ঘ. ১৯৬০ সালে

কোন সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয়?

ক. ১৯৫২         খ. ১৯৫৬

গ. ১৯৫৮           ঘ. ১৯৬২

১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?

ক. শিল্প, বাণিজ্য ও শ্রম            খ. আইন, বিচার ও সংসদ বিষয়ক

গ. কৃষি ও পল্লী উন্নয়ন              ঘ. কৃষি ও খাদ্য

প্রাক্তন-পাকিস্তানকে বিদায় জানাতে ‘আসসালামু আলাইকুম’ জানিয়েছিলেন কে?

ক. হোসেন শহিদ সোহরাওয়াদী        খ. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

ঘ. শেখ মুজিবুর রহমান                    ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক

তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?

ক. ১৯৫৬        খ. ১৯৬২

গ. ১৯৬৬        ঘ. ১৯৬৮

কোন সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয়?

ক. ১৯৫৪         খ. ১৯৫৬

গ. ১৯৫৮        গ. ১৯৬২

আরো পড়ুন: সাধারণ জ্ঞান মধ্যযুগ

পাক-ভারত দ্বিতীয় যুদ্ধ কত সালে শুরু হয়?

ক. ১৯৬৫             খ. ১৯৬৯

গ. ১৯৬৩               ঘ. ১৯৭০

১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?

ক. ৩টি         খ. ৪টি

গ. ৫টি           ঘ. ৬টি     উ. খ

আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

ক. ১৯৬৫ সালে         খ. ১৯৬৬ সালে

গ. ১৯৬৭ সালে          ঘ. ১৯৬৮ সালে

ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়?

ক. বিল অব রাইটস         খ.ম্যাগনাকার্টা

গ. পিটিশন অব রাইটস     ঘ. মূখ্য আইন

ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

ক. ঢাকায়         খ. লাহোরে

গ. করাচিতে      ঘ. নারায়ণগঞ্জে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?

ক. ৫ জানুয়ারি ১৯৬৬         খ. ৫ মার্চ, ১৯৫৮

গ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৬        ঘ. ৫ এপ্রিল ১৯৬৬ 

ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছিল?

ক. ২১ ফেব্রুয়ারি ১৯৫৪             খ. ২২ মার্চ, ১৯৫৮

গ. ২০ এপ্রিল ১৯৬২                 ঘ. ২৩ মার্চ ১৯৬৬

ছয় দফা দিবস কবে?

ক. ২৩ ফেব্রুয়ারি        খ. ৭ মার্চ

গ. ১৭ এপ্রিল                ঘ. ৭ জুন

বাঙ্গালি জাতির মুক্তির সনদ হলো-

ক. ছয় দফা                খ. এগারো দফা

গ. ৭ মার্চের ভাষণ       ঘ.  ২১ দফা

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কে ছিলেন?

ক. সাজেন্ট জহুরুল                        খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান    ঘ. তাজউদ্দিন আহমেদ

ঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী ছিল-

ক. ৩৪ জন     খ. ৩৫ জন

গ. ৩৬ জন      ঘ. ৩৭ জন

আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?

ক. জানুয়ারি ১৯৬৮         খ. মাচ ১৯৬৮

গ. এপ্রিল ১৯৬৮                ঘ. মে, ১৯৬৮

আরো পড়ুন: সাধারণ জ্ঞান মেগা প্রজেক্ট

রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে যে তারিখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়-

ক. ২২ এপ্রিল ১৯৬৮        গ. ২২ জানুয়ারি ১৯৭০

গ. ২২ মার্চ, ১৯৬৭             ঘ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত?

ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন        খ. ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন

গ. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান            ঘ. ১৯৭১ এর মুক্তিযুদ্ধ

এগার দফা কখন ঘোষনা হয়?

ক. ১৯৬৭         খ. ১৯৬৮

গ. ১৯৬৯         ঘ. ১৯৭০

শহিদ আসাদ দিবস পালিত হয় কবে?

ক. ১৫ জানুয়ারি         খ. ২০ জানুয়ারি

গ. ২৫ জানুয়ারি        ঘ. ৩০ জানুয়ারি

আসাদ শহিদ হন -

ক. ৯০ এর গণআন্দোলনে        খ. ৫২ এর ভাষা আন্দোলনে

গ. ৬২ এর শিক্ষা আন্দোলনে    ঘ. ৬৯ এর গন আন্দোলনে

পূর্ব পাকিস্তানে গণঅভ্যূত্থান কত সালে হয়?

ক. ১৯৪৮ সালে        খ. ১৯৫২ সালে

গ. ১৯৬৯ সালে        ঘ. ১৯৭১ সালে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে?

ক. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯        খ. ২৫ জানুয়ারি, ১৯৭০

গ. ৭ মার্চ, ১৯৭১                        ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের আওয়ামী লীগ কতটি আসন জয়ী হয়?

ক. ১৬৭     খ. ২৮৮

গ. ৩১০     ঘ. ৩১৩

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-

ক. বিচারপতি আবু সাইদ চৌধুরী        খ. বিচারপতি এম এন হুদা

গ. বিচারপতি এবি সিদ্দীক                   ঘ. বিচারপতি আব্দুস সাত্তার

১৯৭০ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল-

ক. ৩৩০টি        খ. ১৬৭টি

গ. ১৭২টি         ঘ. ৩০০টি আসন

পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল-

ক. ১৬৮টি         খ. ১৬৯টি

গ. ১৭০টি            ঘ. ১৬৭টি

সর্বশেষ: ভাষা আন্দোল সম্পর্কে উপরে উল্লেখিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাজেশন মূলক দেওয়া হয়েছে। এই রকম নিয়মিত সাজেশন মূলক পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। প্রিয় পাঠক বৃন্দু আপনাদের কোন মতামত থকলে আমাদের কে কমেন্টর এর মাধ্যমে জানাবেন। ধন্যবাদ.........

ট্যাগ: ভাষা আন্দোলন mcq test, ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন, ভাষা আন্দোলন সম্পর্কে সাধারণ জ্ঞান পিডিএফ, ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন, ভাষা আন্দোলনের কারণ ও ফলাফল, ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জাুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেন। 

আরো পড়ুন: 

সাধারণ জ্ঞান কর্ণফুলি সম্পর্কে

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান

Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.