বিশ্বের বিভিন্ন দেশের গেরিলা সংস্থা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর // গেরিলা সংগঠন মনে রাখার কৌশল

‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ক. আমেরিকা খ. যুক্তরাজ্য গ. জার্মানি ঘ. ফ্রান্স উ. ক

 আস্সালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহাদুলিল্লাহ আমি ও ভালো আছি, আজকে বিশ্বের বিভিন্ন দেশের গেরিলা সংস্থা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো।

গেরিলা সংস্থা কি

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর ফোর্স আছে, এক এক দেশ ঔই সকল ফোর্সের নাম এক এক রকম হয়। যেমন গেরিলা সংস্থা কলম্ববুয়ার একটি সংগঠন। এই সংগঠনের তৈরির উদ্দেশ্য মানবসেবা করার জন্য। 

এই গেরিলা সংগঠন সম্পর্কে বিভিন্ন ভর্তি ও চাকরির পরীক্ষায়  সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। তাই আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী এবং বিভিন্ন দেশের গেরিলা সংস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। গেরিলা সংস্থা সম্পর্কে কোন সাধারণ জ্ঞান প্রশ্ন আসলে আমরা খুব সহজে প্রশ্নের উত্তর করেতে পরি।

বিশ্বের বিভিন্ন দেশের গেরিলা সংস্থা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর // গেরিলা সংগঠন মনে রাখার কৌশল

নিচে বিশ্বের বিভিন্ন দেশের গেরিলা সংস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে

 ১. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশের তৎপর? [২৬তম বিসিএস] 

ক. ইরাক খ. ফিলিপাইন গ. ইন্দোনেশিয়া ঘ. থাইল্যান্ড উ.গ 

২. এন.এল. এফ.টি কী? [থানা শিক্ষা অফিসার: ৯৯] 

ক. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তামিলস খ. ন্যাশনার লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা 

 গ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তেলেগুজ ঘ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব টাইগারস উ.খ 

৩. এলটিটিই গেরিলারা কোন দেশের? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট বিভাগ): ০৬] 

ক. লেবানন খ. লাইবেরিয়া গ. মিয়ানমার ঘ. শ্রীলঙ্কা উ.ঘ 

৪. কুর্দিদের বাস যে দেশে-[প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ৯২] 

ক. ইরানে খ. ইরাকে গ. তুরস্কে ঘ. সবগুলোতে উ.ঘ 

৫. রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন? [জবি (বি ইউনিট): ১৭-১৮] 

ক. ভারত খ. মিযানমার গ. জাপান ঘ. ইংল্যান্ড উ.গ 

৬. নিকারাগুয়ার যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম-[দুনীতি দমন ব্যুরোর পরিদর্শক: ৯২] 

ক. নিউনিটা খ. সান্ডিনিষ্ঠা গ. কন্ট্রা ঘ. সোয়াপো উ.গ 

৭. FARC গেরিঅরা কোন দেশে তাদের কার্যক্রমন চালাচ্ছে? [ঢাবি (ঘ ইউনিট): ০৮-০৯] 

ক. পেরু খ. কলম্বিয়া গ. চিলি ঘ. কোস্টারিকা উ.খ 

৮. ‘টুপাক আমারু’ কি? 

ক. একটি ফলের নাম খ. পেরুর বামপন্থী গেরিলা সংগঠন 

 গ. একজন বিখ্যাত পন্ডিত ঘ. একটি দর্শনীয় স্থান উ.খ 

আরো পড়ুন: আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

৯. চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের জুনিয়র অডিটর: ১৪] 

ক. কুমিংটাং খ. জিনজিয়াং গ. সাংহাই ঘ. কোনোটিই নয় উ. খ 

১০. ‘উইঘুর’ (Uyghur) হলো-[৩৫তম বিসিএস] 

ক. চীনের একটি খাবারের নাম খ. চীনের একটি ধর্মীয় স্থানের নাম 

 গ. চীনের একটি শহরের নাম ঘ. চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম 

বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

গোয়ান্দা সংস্থা হলো যে কোন অপরাধিকে বের করে আইনের আওতা এন শাস্তি প্রধান করা। 

১১. ‘আফ্রিদি’ উপজাতি কোন দেশে রাস করে? [শিক্ষা মন্ত্রণালয়ের স্টিমিটার: ২২] 

ক. আফগানিস্তান খ. অস্ট্রেলিয়া গ. পাকিস্তান ঘ. উজবেকিস্তান উ. গ 

১২. রুয়াস্ডার ক্ষমতার লড়াইয়ে লিপ্ত দুটি প্রধান উপজাতির একটি হলো টুটসি প্রতিপক্ষের নাম কী? [ ঢাবি (খ ইউনিট): ৯৬-৯৭] 

ক. জুলু খ. হুটু গ. খেমাররুজ ঘ. তামিল উ. খ 

নিত্য নতুন তথ্য পেতে আপমাদের Google News Follow দিয়ে সাথে থাকুন।

Google News Follow

১৩. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি ‘পিডগমি’-রা কোন দেশের অধিবাসী? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯] 

ক. কঙ্গো খ. লামাবিয়া গ. ইথিওপিয়া ঘ. হাইতি উ.ক 

১৪. ‘জুলু’ উপজাতি বাস করে-[বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক: ২০] 

ক. ফ্রান্সে খ. ভারতে গ. দক্ষিণ আফ্রিকায় ঘ. লাটিতন আমেরিকায় উ.গ 

১৫. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? [পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন): ১৭] 

ক. তাতারু খ. মাউরি গ. রেড ইন্ডিয়ান ঘ. কুর্দি উ. খ 

১৬. মধ্য আমেরিকার দেশেরগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? [৩১তম বিসিএস] 

ক. নিকারাগুয়া খ. কোস্টারিকা গ. এলসালভেদর ঘ. কলম্বিয়া উ. খ 

১৭. স্যান্ডহার্স্ট হচ্ছে একটি? [ঢাবি (ঘ ইউনিট): ১১-১২] 

ক. নৌ একাডেমি খ. সামরিক একাডেমি 

 গ. বিমান একাডেমি ঘ. মেরিন একাডেমি উ. খ 

১৮. সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? [সিজিডিএফ-এর জুনিয়র অডিটর: ২২] 

ক. চীন খ. যুক্তরাষ্ট্র গ. জাপান ঘ. রাশিয়া উ. খ 

১৮. কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তি কর্মকর্তা: ০৬] 

ক. কানাডা খ. রাশিয়া গ. ফ্রান্স ঘ. যুক্তরাষ্ট্র উ.ঘ 

১৯. চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়-[অর্থ মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা: ০৪] 

আরো পড়ুন: ইতিহাসের বিভন্ন চুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

ক. ১৯৬৪ সালে খ. ১৯৫৮ সালে গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫০ সালে উ. ক 

২০. বিশে^র অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? [থানা শিক্ষা অফিসার: ১০] 

ক. দক্ষিণ আফ্রিকা খ . ইসরায়েল গ. ইরান ঘ. উত্তর কোরিয়া উ.ঘ 

বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

সশস্ত্র বাহিনী হলো একটি দেশের সকল বাহিনী একনামে বলে সশস্ত্র বাহিনী 

২১. প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ? [আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬] 

ক. ইরাক খ. জার্মানি গ. ইসরায়েল ঘ. যুক্তরাষ্ট্র উ.ঘ 

২২. মিগ-২১ কোন দেশের যুদ্ধ বিমান? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১৩] 

ক. চীন খ. রাশিয়া গ.আমেরিকা ঘ. ব্রিটেন উ.খ 

২৩. CIA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক: ০৫] 

ক. ওয়াশিংটন খ. নিউইর্য়ক গ. ডালাস ঘ. ভার্জিনিয়া উ. ঘ 

২৪. এফবিআই কি? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৩] 

ক. একটি গোয়েন্দা সংস্থা খ. একটি ব্যাংক 

 গ. একটি সন্ত্রাসী সংগঠন ঘ. একটি গেরিলা সংগঠন উ. ক 

২৫. ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? [স্থানীয় সরকার জনস্বাস্থ্য প্রকৌশল উপসহকারী: ১৫] 

ক. আমেরিকা খ. যুক্তরাজ্য গ. জার্মানি ঘ. ফ্রান্স উ. ক 

২৬. সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? [ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: ০৬] 

ক. সিরিয়া খ. ইরান গ. জার্মানি ঘ. ইসরায়েল উ. খ 

২৭. ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স-এর কার্যালয়ের অধীন অডিটর: ১৭] 

ক. ভারত খ. জাপান গ. যুক্তরাষ্ট্র ঘ. ইসরাইল উ. ঘ 

 হিজবুল্লাহ কোন দেশের সংগঠন

হিজবুল্লাহ লেভাবননের সংগঠন

২৭. ফেয়ার ফ্যাক্স কী? [২৮তম বিসিএস/খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক: ২১] 

ক. সংবাদ সংস্থা খ. পরিবেশ সংস্থা গ. গোয়েন্দা সংস্থা ঘ. মানবাধিকার সংস্থা 

২৮. নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা-[ইবি (বি ইউনিট): ১৩-১৪] 

ক. আমেরিকা খ. জাপান গ. ইন্দোনেশিয়া ঘ. ইসরায়েল উ. খ

২৯. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? [২৬তম বিসিএস/২৫তম বিসিএস/শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২১] 

ক. লন্ডন খ. লিও গ. রোম ঘ. প্যারিস উ.খ 

আরো পড়ুন: বৈশ্বিক ইতিহাস সম্পর্কে বুদ্ধিমাত্তা ও সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

৩০. স্টকল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? বিআরডিবি’র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ১২] 

ক. স্কটল্যান্ড খ. মায়ামী গ. নিউইয়র্ক ঘ. লন্ডন উ. ঘ 

৩১. স্কটল্যান্ড ইয়ার্ড কোন দেশের গোয়েন্দা সংস্থা? [ইবি (বি ইউনিট): ০৮-০৯] 

ক. আমেরিকা খ. যুক্তরাজ্য গ. জার্মানি ঘ. ফ্রান্স উ. খ

শেষে কথা: প্রিয় পাঠ বিন্দু mitipsbd.com আপনাদের কে সব সময় ভালো কিছু শিখানো চেষ্টা করে। আজকে উপরে উল্লেখিত বিশ্বের বিভিন্ন দেশের গেরিলা সংস্থা, গোয়েন্দা বাহিনী ও সশস্ত্র বাহিনী সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

আশা করি তোমাদের যে কোন পরীক্ষার জন্য খুব কাজে আসবে। এই ব্লগ পোস্টে যদি তোমার উপকারে আসে তা হলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। যাতে তারাও শিখতে পারি। ধন্যবাদ…

কিছু গরুত্বপ পূর্ণ প্রশ্ন:

গেরিলা সংগঠন মনে রাখার কৌশল

বিভিন্ন দেশের গেরিলা সংগঠন

ব্ল্যাক প্যান্থার কোন দেশের গেরিলা সংগঠন

গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন

m-19 কোন দেশের গেরিলা সংগঠন

হিজবুল্লাহ কোন দেশের সংগঠন

হুতি কোন দেশের গেরিলা সংগঠন

গেরিলা সংস্থা কি

আরো পড়ুন: বাংলাদেশ মেগা প্রজেক্ট নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্ন 


Getting Info...
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.